স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে ভায়াগ্রা ট্যাবলেট, মদ ও ঔষধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের বাঁশ বাগানের মধ্যে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৬৪ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন ভোর রাত ৪টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫১/৫-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের মোঃ আব্দুল আলীমের ড্রাগন বাগানের মধ্যে হতে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫৩/এমপি হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাডাংগা গ্রামের মোঃ ঈসা উদ্দিনের বাড়ীর পাশে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় এড়ঁ ঃবী ঁহধহর গবফরপরহব -৩৬ হাজার পিচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ টাকা। অপরদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩১-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মোঃ আব্দুস সালামের আম বাগানে সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্য হলো নড়াইল জেলার কালিয়া থানার পড়লী গ্রামের মোঃ সোহেল সরদার (৩১) ।