স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা জুবায়ের খান বলেছেন, চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের কাছে আল্লামা মামুনুল হকের সালাম পৌঁছাতে এসেছি। দলমত নির্বিশেষে সবাই আল্লামা মামুনুল হকের নাম শোনামাত্রই আন্তরিকতার সঙ্গে আমাদের কাছে টেনে নিচ্ছেন। এখন পর্যন্ত সর্বসাধারণের ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত হলে কৃষকদের স্বার্থরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা। কৃষকদের পাশে থেকে ন্যায্যমূল্য নিশ্চিত ও তাদের অধিকার রক্ষায় আমরা কাজ করব ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন, দর্শনা থানা ও কুড়লগাছি এলাকায় রিকশা প্রতীকের প্রচারণায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জুবায়ের খান আরও বলেন, তরুণ সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন করে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি প্রতিশ্রুতি দেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস কাজ করবে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন এবং ভোটারদের কাছে দলের নীতিমালা ও অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন দলটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শেখ সাদী ও মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ।