দর্শনা অফিস
দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজেল (ডিগ্রী) মাদরাসার গভর্নি বডির সভাপতি ও জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিন বলেছেন- একটা ফোন, একটা হোন্ডা একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট, তাই দর্শনা মাদরাসার শিক্ষার্থীদের জন্য মাদরাসা ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো। আমাদের আগামীর প্রজন্মকে বাঁচানোর স্বার্থে অভিভাবকরা তার কিশোর সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজেল (ডিগ্রী) মাদরাসা ক্যাম্পাসে মাদরাসার আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
মাদরাসার বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন- অচিরেই মাদরাসায় একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণ করা হবে। এই মাদরাসার শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়ে চান্স পেলে তার এককালীন বৃত্তি দেওয়া হবে। মাদরাসার ক্লাশ রুম ভাড়া দেয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছাত্রদের দাবীর প্রেক্ষিতে তিনি মাদরাসায় হোস্টেল চালু তরার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ^স্থ করেন। তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করে বলেন অভিভাবকরা মাদরাসায় সন্তানকে পাঠান নীতি নৈতিকতা শিক্ষাদেবার জন্য, তারা যেন তাদের স্বপ্ন পূরন থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আপনারা যত্নবান হবেন। প্রতি মাসে একবার হলেও নৈতিকতার ওপর ক্লাশ নিতে হবে। তিনি ছাত্রদের মোবাইল ব্যবহারের কুফল তুলে ধরেন এবং এ বিষয়ে অভিভাবকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন মোবাইল ব্যবহার করে সে শুধু নিজেই নস্ট হচ্ছেনা বরং বন্ধুবান্ধবকেও নস্ট করছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাদরাসার গভর্নি বডির সহ-সভাপতি ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের নায়েবে আমীর জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর জামায়াতের আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, প্রবীণ আলেম মাওলানা হাবিবুর রহমান, গভর্নি বডির সদস্য ও সাংবাদিক এফ, এ আলমগীর, শিক্ষক আবুল হোসেন, মাওলানা খালিদ হোসেন এবং অভিভাবক সদস্যবৃন্দ্ব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মাওলানা শাহ আলম, মনির হোসেন মুকুল, তানভীর হোসেন অনিক, দর্শনা সাংবাদিক সমিতির সেক্রেটারী মাসুম বিল্লাহ, আরিফুজ্জামান, আবু সাঈদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম ও দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলাম।