স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন- আমরা সমাজের পরিবর্তন চাই। আগামী নির্বাচনে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দেবেন। যদি মনে করেন আমরা চাঁদাবাজি করি, জমি দখল করি, মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাৎ করি কিংবা অন্যায়ভাবে কাউকে হয়রানি করি তাহলে আমাদের ভোট দেয়ার দরকার নেই। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কুলতলা গ্রামে নির্বাচনী উপজেলা শাখার উদ্যোগে কর্মশালায় বক্তব্য রাখেন, এরপর পৌর এলাকায় ৫ নং ওয়ার্ড এ ব্যাপক গনসংযোগ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সভাপতি হাজী আব্দুর রহমান মাষ্টারসহ আরো স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।