জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুলকে অপসারণের দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার ১০নং জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কামাল উদ্দিন, জাহিদুল, সাহেদা খাতুন, তোফাজ্জল, শাহাদাৎ, সিদ্দিকুর রহমান, জহিরুল, সালাম, হালদার, সুমন, দুলাল, জামির, মামুন, সোহেল, মিজানুর, আব্দুল্লাহ, আরিফুল, আরজান, জামাল, হিরন, জসিম, আব্বাস, তাজুল, রবিউল, বাচ্চু, তারেক, বাবলু, শহিদুল, লাল্টু, আসলাম, লতিফ, মঞ্জুর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী কায়দায় ইউনিয়ন পরিষদ পরিচালনা করা হচ্ছে। তাদের দাবি, জনগণের ভোট ছাড়া চেয়ারম্যান পদে দখলদারিত্ব কায়েম করেছেন নজরুল ইসলাম। তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, মানুষ তাদের মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং দুর্নীতি-অনিয়ম ব্যাপক আকার ধারণ করেছে।

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান নজরুল ইসলাম প্রায় চার থেকে ছয় মাস ইউনিয়ন পরিষদে আসছে না, ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধন সনদ সহ নিতে আসলে বিভিন্ন ভাবে হয়রানি হতে হচ্ছে। স্থানীয়রা জানান, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *