দর্শনা পৌরসভার পক্ষ থেকে ক্ষুদে বিজ্ঞানী জিহাদকে আর্থিক সহায়তা প্রদান

দর্শনা অফিস

দর্শনা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদকে আর্থিক সহায়তা প্রদান করেছে দর্শনা পৌরসভা। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে দর্শনা পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান তাঁর হাতে এ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলামসহ প্রমুখ।

পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের নতুন আবিষ্কারই একদিন বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। জিহাদের মতোত রুণদের স্বপ্ন বাস্তবায়নে দর্শনা পৌরসভা সবসময় পাশে থাকবে।

আর্থিক সহায়তা পেয়ে জাহিদ হাসান বলেন, চুয়াডাঙ্গা জেলা থেকে আমি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ডওঈঊ ২০২৫ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার আর্থিক সহায়তা প্রয়োজন। যদি আরও কোনো প্রতিষ্ঠান বা বৃত্তবান ব্যক্তি এগিয়ে আসেন, তবে স্বপ্ন পূরণ সহজ হবে। ক্ষুদে বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদ দর্শনা পৌরসভার কাস্টমস এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

উল্লেখ্য, জাহিদ হাসান জিহাদ চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বে ক্লাবটি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেছে। আগামী ২২ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠানে ডওঈঊ ২০২৫ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *