মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকল্পে ঝিনাইদহে গণ স্বাক্ষর অভিযান

ঝিনাইদহ অফিস

“মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত কল্পে গণ-স্বাক্ষর অভিযান” শীর্ষক চেতনতা মূলক প্রচারণা চালিয়েছে ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধের সবচেয়ে সক্রিয় কর্মীর দল। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ গণস্বাক্ষরতা অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা পাসপোর্ট অফিসার ফাতেমা বেগম।

সে সময় তিনি উপস্থিত জনসাধারণের সামনে নিরাপদ অভিবাসন সংক্রান্ত নানা পরামর্শ প্রদান করে বলেন, আপনারা যারা অভিবাসন প্রত্যাশী তারা প্রত্যেকেই আমাদের দেশের সম্পদ আমরা চাই বিদেশে গিয়ে আপনারা কোন প্রকার বিপদে না পড়েন আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা কাজেই আপনাদের নিরাপদ অভিবাসনের জন্য আমাদের একটি দ্বায়ভার আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, সিটিআইপি সদস্য ইমন হাসান, সোহানা খাতুন, ইসরাত জাহান রীতি, এন জে এম অর্ক, মেহেদী হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত পাসপোর্ট অফিসের সেবা গ্রহী তারা  নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য পান এবং তারা তাদের পক্ষে মানব পাচার প্রতিরোধে গণস্বাক্ষর প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *