আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে গত রবিবার বিকালে হাটবোয়ালিয়ায় এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাট বোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলুর সভিপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মাসুদুর রহমান (পিপিএম)। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবুল বাশার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে ওসি মাসুদুর রহমান মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, একেবারে জিরো টলারেন্স।” তিনি আরও বলেন যে, যদি কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য মাদক বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বা দুর্বলতা প্রদর্শন করেন, তাহলে জনসাধারণ যেন সরাসরি তাকে অবহিত করেন। এমন অভিযোগ পেলে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া একটি নিরাপদ সমাজ গঠন করা সম্ভব নয়। তাই তিনি সবার কাছে পুলিশের কাজে সহায়তার আহ্বান জানান। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
ওসি মাসুদুর রহমান উপস্থিত সকলের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সেসব সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব কমানো এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি, জান মহাম্মদ, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা,উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, যুবদল নেতা মিলন, জামায়াতের জিএ থানা শাখার নায়েবে আমীর মনির উদ্দিন, ইউনিয়ন আমীর খন্দকার মাসুদুর রহমান, নজরুল ইসলাম, আকমল মাস্টার, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের এজিএম মাহফুজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হুদা, বিএনপি নেতা ওসমান গনি, নাসির উদ্দিন, আ: রউফ খোকন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন হুদা,যুবদল নেতা রাসেল হুদা , ছাত্রদল নেতা আসিফ হুদা, শুভ,জামায়াত নেতা সেলিম রেজা, রাইতাল হক, রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল হুদা, সাংবাদিক সেলিম রেজা, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি হাফিজুর রহমান, টু আইসি নাসির উদ্দিন, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন।