মেহেরপুরের প্রত্যন্ত গ্রাম থেকে মেটার লন্ডন অফিসে, হুমায়ুনের অভাবনীয় সাফল্য

মেহেরপুর অফিস

ইচ্ছা থাকলে উপায় হয়- এই প্রবাদটিকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন মেহেরপুরের কৃতিসন্তান হুমায়ুন কবির। জেলার গাংনী উপজেলার প্রত্যন্ত সহড়াতলা গ্রাম থেকে উঠে এসে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’-তে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য (লন্ডন) অফিসে যোগ দিয়েছে। হুমায়ুন কবির সহড়াতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য বজলুর রহমান (হেবা মেম্বার)-এর সুযোগ্য সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। নিজের মেধা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল প্রতিষ্ঠান ‘মেটা’-তে চাকরি পাওয়া বিশ্বজুড়ে প্রযুক্তিবিদদের কাছে একটি স্বপ্নের মতো। হুমায়ুন কবিরের এই সাফল্যে তার পরিবার, গ্রামবাসী এবং পুরো মেহেরপুরবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জন প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

এলাকাবাসী জানান, হুমায়ুনের এই সাফল্য প্রমাণ করে যে সুযোগ এবং সঠিক পরিচর্যা পেলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *