দর্শনা অফিস
দর্শনা শৈালমারী গ্রামে ২০২৫-২৬ সালের রোপন-মাড়াই মৌসুমে আখ রোপণ ও পরিছন্ন আখ সরবরাহে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আখ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে দর্শনা শৈালমারী গ্রামের সাবজোন মিলস গেটের পূর্ব প্রাঙ্গণে এই আখ চাষীদের নিয়ে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ এবং কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড যৌথভাবে সমাবেশের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন আখ চাষী আজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (কৃষি) মাহবুবুর রহমান, এসসিডিএ মাহফুজুল হক রতন এবং সিডিএ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান।
সভায় বক্তব্য রাখেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি বলেন, আগাম আখ রোপণ করলে শুধু উৎপাদন বাড়বে না, কোম্পানির পক্ষ থেকে কৃষকদের বিশেষ ভর্তুকিও দেওয়া হবে।
এ সময় স্থানীয় আখ চাষী আকরাম মোল্লা, মাসুম মোল্লা, ছমির আলি ও আসলাম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।