আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী পূর্বপাড়া ক্যানেলের পাশে এক অজ্ঞাত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করেছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বেলগাছী ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মাঠের মধ্যে তাকে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি ধীরে ধীরে হেঁটে এসে ক্যানেলপাড়ে বসে পড়েন। তার চেহারায় ক্লান্তি ও বিভ্রান্তির ছাপ স্পষ্ট দেখা যায়। পরিচয় জানতে চাইলে তিনি অসংলগ্নভাবে কখনো নিজেকে হায়দার আলী, আবার কখনো রংপুর বা গড়চাপড়া গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন।
স্থানীয়দের ধারণা, তিনি হয়তো নিখোঁজ হয়েছেন কিংবা মানসিকভাবে অসুস্থ হয়ে দিকভ্রান্ত অবস্থায় এখানে এসে পড়েছেন। বর্তমানে স্থানীয়রা মানবিক কারণে তাকে আইয়ুব আলীর চায়ের দোকানে আশ্রয় দিয়েছেন এবং খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেছেন।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্যরা প্রশাসন ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত তদন্ত করে বৃদ্ধের প্রকৃত পরিচয় শনাক্ত করার এবং তার পরিবারকে খুঁজে বের করার ব্যবস্থা গ্রহণ করতে।