স্টাফ রিপোর্টার
মেহেরপুরের মুজিবনগর বিজিবি কর্তৃক নিয়ন্ত্রিত সীমান্ত এলাকার নিকটস্থ মেইন পিলার ১০৫-এর বিপরীতে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা ভারতীয় নাগরিক মৃত. জাহানারা বেগমেকে শেষ দেখা দেখতে বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বসবাসরত মেয়ে বিজিবির কাছে আকুতি জানান।
বিজিবি’র সহানুভূতিশীল হয়ে তখন সেটিকে শুধুই একটি অনুরোধ নয়, একজন সন্তানের চিরন্তন অধিকার হিসেবে বিবেচনা করল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চত করে জানান, এই মানবিক আবেদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সাথে তাৎক্ষণিক সমন্বয় করা হয়। পরবর্তীতে আজ রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় জাহানারা বেগমের মরদেহ সীমান্তের শূন্যরেখায় নিয়ে আসা হয়।
সেখানে ১০ টা ২০ মিনিট পর্যন্ত এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়বিদারক অনুষ্ঠানে নিহতের বাংলাদেশে বসবাসরত মেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ পান।