স্টাফ রিপোর্টার
অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। শুক্রবার বিজিবি পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। এছাড়াও বিজিবি সীমান্ত এলাকায় আরো ৩টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা ও মদ উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত পিলার ৬৮/এমপি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হেলেনচাপাড়া গ্রামের মোঃ সোনা মিয়ার আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৪৮/এমপি হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ১ হাজার ৯৯৪ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার ৭১/৮-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ আলমের মেহগুনি বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত পুরুষরা হলো গোপালগঞ্জ জেলার উওর কুড়িগ্রাম ভৈরব নগরের নগেন রায়ের ছেলে সুখেন রায় (৪৬) ও গোপালগঞ্জ জেলার মল্লিক বাড়ি গ্রামের যোগেন মল্লিকের ছেলে রথীন রায় (২৯)। একই দিন বিকাল ৫টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মোঃ সালাম হোসেনের মুদি দোকানের সামনে হতে হাবিলদার মোঃ ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় যশোর জেলার মহিষদিয়া গ্রামের হাজারী লাল সরকারের ছেলে সুশান্ত সরকার ( ৬৫ কে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।