ঝিনাইদহ অফিস
মাগুরা থেকে ডাক্তার পরিচয়ে ইজিবাইক চুরির ঘটনায় এক প্রতারককে ঝিনাইদহে আটককরেছে হাইওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। ডাক্তারপরিচয়ে মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকা থেকে সোহরব হোসেন (৫৫) নামের এক অসহায়শারীরিক প্রতিবন্ধীর ইজিবাইক ভাড়া করে প্রতারক ।
ইজিবাইক মালিকসোহরব বলেন, আমি প্রতিদিনের মতো ইজিবাইক চালাতে বের হয়। সকাল ৯টার দিকে একজনযাত্রী ডাক্তার পরিচয়ে তার অটোতে উঠেন এবং গন্তব্যর উদ্দেশ্য রওনা দিলে কিছু দূর যেতেই মাগুরাশুভেচ্ছা স্কুলের সামনে থেকে ডাক্তার পরিচয় দেওয় ব্যক্তি তারপরিচিত ছিদ্দিক নামের অন্য আর একজনকে তার অটোতে ওঠান এরপর তারা কলেজপাড়া এলাকায়গেলে ইজিবাইক থেকে ছিদ্দিক নেমে পড়েন, কিছুদুর গিয়ে আমাকে থামতে বলেন এবং বলেছিদ্দিকের কাছে আমার একটা কাগজ রয়েছে কস্ট করে একটু এনে দিবেন, মানবতার কারনে আমি অটোথেকে নেমে ছিদ্দিকে খোজাখজি করি না পেয়ে ফিরে আসি এসে দেখি ইজিবাইকটি আর নেই,অনেক খোজাখুজি করার পরে ৯৯৯ কল করি এবং যে শোরুম থেকে ইজিবাইকটি ক্রয় করি সেখানে জানায়। ইজিবাইকটিতে জিপিএস ট্রাকার লাগানো ছিলো ট্রাকারের সাহায্যে ইজিবাইকের লোকেশন ট্রাক করেদেখি ঝিনাইদহ জেলায় ঢুকে পড়ে।পরে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশকে জানানো হয়।
আরাপপুর হাইওয়েথানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চেক পোস্ট বন্ধ করে, সার্জেন্ট হোসাইন আহমেদতূর্যকে সংঙ্গে নিয়ে জিপিএস ট্রাকারের সাহায্যে অনুযায়ী আগাতে থাকেন একটা সময় ঝিনাইদহকুষ্টিয়া মহাসড়কের জেলার শেষ সীমানা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আগে বটতলা নামক স্থান থেকেচোরসহ ইজিবাইক আটক করতে সক্ষম হয়। ডাক্তার পরিচয় ব্যক্তির স্থানে ছিদ্দিক নামের এক ব্যক্তিকেপাওয়া যায়। তবে তার কাছ থেকে ডাক্তার নামের ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তবেজানান ৭ হাজার টাকার বিনিময়ে ইজিবাইকটি কোনো এক গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য তাকেঠিক করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়াইজিবাইক ও ব্যবহিত বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আমরা মাগুরা সদর থানাকে জানিয়েছিএ ব্যাপারে ইজিবাইকের মালিক মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মাগুরা সদরথানার দায়িত্বরত এস আই আসাদুজ্জামান মাসুমের কাছে চোর এবং ইজিবাইকটি হস্তান্তর করাহয়েছে।
এদিকে, এ ধরনের প্রতারণামূলক ঘটনায় ইজিবাইক চালকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত।