মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরসালিন (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত মুরসালিন পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।