গড়াইটুপি খেজুরতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নে তেঘরী গ্রামে শরিফুল ইসলামের বড় ছেলে আকিব (১৪) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবারের লোকজন। মৃত আকিব সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

উল্লেখ্য, গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের যাবার পথিমধ্যে খাড়াগোদা- সরোজগঞ্জ সড়কের খেজুরতলা মসজিদ সংলগ্ন পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাক্টরের সামনের চাকার সাঁথে সজোরে ধাক্কা দেয়। এতে তার বুক, মাথা, দাঁতের চোয়ালে আঘাত পায় সেইসাথে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রোগীর অবস্থা  উন্নত না হলে  চিকিৎসার  উদ্দেশ্যে ঢাকাতে নেওয়া হলে গতকাল দুপুরে মারা যায়।

গতকাল সোমবার রাত ৯ টা দিকে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে আকিবের দাফন সম্পন্ন হয়। আকিবের এমন মৃত্যুতে স্বজনদের পাশাপাশি আশেপাশের গ্রামবাসীদের মধ্যে ব্যাপক শোকের মাতম বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *