গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বিত একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

গোলাম মোস্তফা ওরফে ডাকু গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুকে আটক করে। এবং একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *