জীবননগরে বিজিবির অভিযানে মাদক ও ইনজেকশন উদ্ধার

স্টাফ রিপোর্টার


জীবননগরে বিজিবির অভিযান চালিয়ে মাদক ও ইনজেকশন উদ্ধার করেছে। গতকাল রবিবার বিকালে জীবননগর সীমান্তে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি জানায়, গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত ৭১/২-এস হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে হাবিলদার মনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে হাবিলদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ইনজেকশন ঢওঙঘ ঝটজএওঈঅখ অউঐঊঝওঠঊ ১০০ পিচ এবং গওজঅঈখট ডঐওঞঊ ঊঘঐঅঘঈঊ ২৫ বক্স উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *