গৃহকর্মীর কাছ থেকে জন্মদিনের ‘সেরা উপহার’ পেলেন সাফা কবির

অনলাইন ডেস্ক


শোবিজাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির। গেল ২৯ আগস্ট ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

তবে জন্মদিনে সেরা উপহারটা পেয়েছেন গৃহকর্মী সানজিদার কাছ থেকে। তার শুভেচ্ছাবার্তা হৃদয় ছুঁয়ে গেছে অভিনেত্রীর।

সাফা কবিরকে জন্মদিনে ফুল আর হাতে লেখা একটি নোট উপহার দিয়েছেন সানজিদা। সেই নোটে প্রিয় ম্যাডামের সম্পর্কে সুন্দর কিছু কথা লিখেছেন তিনি, রঙের ছোঁয়ায় প্রকাশ করেছেন নিজের ভালোবাসা।

উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাফা কবির। সাথে প্রকাশ করেন সানজিদার দেওয়া সেই নোটের ছবি ও ফুল।

স্ট্যাটাসে সাফা লিখেছেন— এই সুন্দর নোটটি এসেছে আমার হেল্পিং হ্যান্ড (গৃহকর্মী) সানজিদার কাছ থেকে। সে আমাকে এই ফুলটি দিয়েছে, একটি কাগজ নিয়েছে আর তাতে আমার সম্পর্কে কিছু সুন্দর কথা লিখেছে—রঙের মাধ্যমে প্রকাশ করেছে তার ভালোবাসা। যখন আমি এটি দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।

সাফা কবিরও মনে করেন, এটি এখন পর্যন্ত তার প্রাপ্ত সেরা উপহার। তার কথায়, ‘আমি ভীষণ খুশি হয়েছি যে, কেউ আমার প্রতি এভাবে অনুভব করে। আমি সত্যিই এটি ভালোবাসি এবং নিজেকে ধন্য মনে করছি। এটি আমার পাওয়া জন্মদিনের অন্যতম সেরা উপহার।’

সাফা কবিরের পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে করেছেন, এই ঘটনা প্রমাণ করে মানুষের আসল ভালোবাসা আসে নিঃস্বার্থ সম্পর্ক থেকেই।
সুত্র : ঢাকা পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *