জীবনে একবার হলেও যে আমল করতে বলেছেন মহানবী (সা.)

অনলাইন ডেস্ক


আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ লাভের জন্য নিজের চাচাকে সালাতুত তাসবিহ আদায়ের পদ্ধতি শিখিয়েছেন মহানবী (সা.)। সম্ভব হলে তিনি তাকে এই নামাজ প্রতিদিন পড়ার পরামর্শ দিয়েছেন। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না হলে প্রতি মাসে একবার অথবা জীবনে একবার হলেও এই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন।

এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) তার চাচা সাইয়্যিদুনা আব্বাস (রা.)-কে বলেন, আমি আপনাকে রহমতের কথা বলব? আমি আপনাকে পুরস্কারের কথা বলব? আমি আপনাকে প্রাপ্তির কথা বলব? আমি আপনাকে স্রষ্টার অনুগ্রহের কথা বলব? আমি আপনাকে সৃষ্টিকর্তার দয়া-অনুগ্রহ ও অনুকম্পার কথা বলব?

যখন আপনি নামাজ পড়বেন তখন আল্লাহ তায়ালা আপনার অতীত ও ভবিষ্যতের, নতুন ও পুরোনো, জানা এবং অজানা, ছোট-বড়, গুপ্ত ও প্রকাশিত সব পাপ মাফ করে দেবেন।

তারপর নবীজী (সা.) সালাতুল তাসবীহ পড়ার পুরো ব্যাপারটি দেখিয়ে দিলেন এবং আরও বলেন, যদি পারেন তবে এই নামাজ দিনে একবার পড়বেন, না হলে প্রতি জুমার দিনে, যদি তাও না পারেন তবে মাসে একবার, আর তাও না সম্ভব হলে বছরে একবার, আর এটাও যদি সম্ভব না হয় তবে পুরো জীবদ্দশায় একবার।

পড়ার পদ্ধতি চার রাকাত সালাতুত তাসবীহ নফল নামাজের নিয়ত করে যথারীতি সূরা ফাতেহার পর সূরা/কিরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতেই উক্ত তাসবীহ ১৫ বার পড়বে, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ পড়ার পর উক্ত তাসবীহ ১০ বার, তারপর রুকু থেকে উঠে ’রব্বানা লাকাল হামদু’ বলার পর উক্ত তাসবীহ ১০ বার, তারপর সিজদায় গিয়ে সিজদার তাসবীহ বলার পর উক্ত তাসবীহ ১০ বার, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে বসে ১০ বার পড়বে। তারপর দ্বিতীয় সিজদায় একইভাবে ১০ বার, তারপর দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে ১০ বার পড়বে। এই হল ১ রাকাতে ৭৫ বার।

এরপর (আল্লাহু আকবার বলা ছাড়াই) দ্বিতীয় রাকাতের জন্য উঠবে এবং এইভাবে দ্বিতীয় রাকাত পড়বে। যখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়্যাতু… পড়ার জন্য বসবে, তখন আগে উক্ত তাসবীহ ১০ বার পড়বে তারপর আত্যাহিয়‍্যাতু পড়বে। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবে। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবীহ পাঠ করবে।

সালাতুত তাসবিহতে যে তাসবি পাঠ করা হয়

سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াল হামদুলি-ল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার

অর্থ : আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ কোনো কোন মাবুদ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ। (সুনানে আবু দাউদ, হাদিস : ১২৯৯)

সুত্র : ঢাকা পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *