স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি মো; সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশীদ ঝন্টু, জেলা মতসজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো: সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর মধ্যে রয়েছে ১ লা সেপ্টেম্বর সোমবার সুর্য উদয় এর সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১০ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সামনে থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। বেলা ১১ টার সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।