অনলাইন ডেস্ক
গুরুতর অভিযোগ নিয়ে আইনি বিপাকে পড়েছেন ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ইতোমধ্যে আদালতে হাজিরা দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে অভিনেতাকে। শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে ছিলেন অঙ্কুশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে প্রশাসন। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও সোশ্যাল ইনফ্লুয়েনসারের নাম। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা।