সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ এ উপলব্ধিকে ধারণ করে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে কৃতি ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।

               সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস.এস.সি ৮৮ ব্যাচের ডা.ওয়ালিউর রহমান নয়ন, শামস্ গোলাম হোসেন আবির, সাংবাদিক রিফাত রহমান, চিকিৎসক একরামুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, শাহাজাহান ঝন্টু, আব্দুল মজিদ, মনোজ কুমার আগরওয়ালা, জাহাঙ্গীর আলম,  হামিদুল ইসলাম সেন্টু, জহুরুল ইসলাম, নাসির উদ্দিন, আজিম উদ্দিন, ইমরোজ মোল্লা, আমির খসরু, মোজাম্মেল হক নেন্টু প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *