মেহেরপুর অফিস
মেহেরপুরের আমঝুপিতে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির বিবাদমান দুপক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আগামিকাল জেলা বিএনপির সম্মেলন ঘিরে একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানালেন নেতাকর্মীরা।
আহতরা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পদক প্রার্থী উমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান (৪৯) ও আমিনুল ইসলাম (৬৫) । তাদের একজনের পা ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে দুজনেরই মাথায় গুরুতর জখমে সেলাই দিয়েছেন ডাক্তাররা। আহত মোস্তাফিজুর রহমান আমঝুপি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আমিনুল ইসলাম বিএনপি কর্মী।
অপরদিকে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম পক্ষের আহতরা হলেন- রনি (২০), দেলোয়ার (৩৬), নাফিজ (১৯), শাওন (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মেহেরপুর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
আহত সকলের বাড়ি আমঝুপি গ্রামে।
জানা গেছে, আমঝুপি গ্রামের বিএনপি নেতা সাইফুল ইসলাম জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন অনুসারী। এবং উমর ফারুক লিটন জেলা বিএনপির বর্তমান আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের অনুসারী। বিএনপির কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদের মধ্যে রয়েছে সাইফুল ইসলাম ও উমর ফারুক লিটন পক্ষের নেতাকর্মীরা। শু্রাবার সন্ধ্যায় আমঝুপি গ্রামের কালিতলা মোড়ে দু’পক্ষের কয়েক যুবক পিঁয়াজু বড়া খেতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শেষে হাতাহাতি হয়। স্থানীয়দের সহায়তায় বিষয়টি শেষ হলেও উত্তেজনা থামেনি। এক পর্যায়ে সাইফুল ইসলাম পক্ষের উত্তেজিত লোকজন আমঝুপি বাজারে অবস্থিত উমর ফারুক লিটনের অফিসে যায়। সেখানে থাকা উমর ফারুক লিটন পক্ষের নেতা আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের নিয়ে যায় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে উমর ফারুক লিটন গ্রুপের দুজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তাদের মাথায় জখম হয়েছে। মাথায় জখমসহ পা ভেঙ্গে গেছে একজনের।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্তর রয়েছে।
প্রসঙ্গত, আজ মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছে জেলা বিএনপির আহবায়ক কমিটি।
মেহেরপুরে জেলা বিএনপির সম্মেলন ঘিরে দুপক্ষের সংঘর্ষের আহত ৬
