জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে সূর্য তোরণ ক্লাব ফুটবল একাদশ ও দর্শনা দক্ষিণ চাঁদপুর ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উথলী হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উভয় দলের খেলোয়াড়দের পায়ের কারুকার্যে টানটান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমার্ধে দারুণ সুযোগ পেয়েও কোন দল গোলের দেখা পাইনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে চমৎকার একটি গোলে এগিয়ে যায় দক্ষিণ চাঁদপুর। আর কোনো গোল না হওয়ায় দক্ষিণ চাঁদপুর ১-০ গোলে জয় লাভ করে।
খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সহ-ক্রীড়া সম্পাদক তৌহিদ হোসেন প্রমুখ।