আলমডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামিরুল ইসলাম

আলমডাঙ্গা অফিস

আসন্ন আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনের মাত্র দুই দিন আগে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামিরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দেন।

জামিরুল ইসলাম তার আবেদনপত্রে উল্লেখ করেছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে তিনি আর প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে আগ্রহী নন।

 প্রার্থিতা প্রত্যাহারের ফলে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রুনু খন্দকার। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনের দিন আগামী শনিবার (৩০ আগস্ট ২০২৫) ধার্য রয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য পদগুলোতে প্রার্থী একক হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *