চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব বালক-বালিকা দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব বালক-বালিকা দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

                চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

                প্রতিযোগিতার বালিকা ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোছাঃ তোফা এবং রানার আপ হয় কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া। বালিকা ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নাফিয়া আফরোজ এবং রানার আপ হয় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার রাবেয়া খাতুন। এছাড়া বালক ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জায়েদ এবং রানার আপ হয় মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রিয়াদ। বালক ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুস সোলাইমান এবং রানার আপ হয় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার মোঃ হৃদয় হোসেন।

                প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন (অতিঃদাঃ) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *