স্টাফ রিপোর্টার
বেলগাছি মুসলিম পাড়ায় সাধক ফকির মুনতাজ শাহ্ এর ৪ তম ওফাত দিবস উপলক্ষে সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ এশা চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়া রেলগেট সংলগ্ন সাধক ফকির মুনতাজ শাহ্ এর ৪তম ওফাত দিবস উপলক্ষে শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো: সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, সহ-সভাপতি আবুল হোসেন, আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ভান্ডরী, জেলা বাউল একাডেমি সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জুরনসহ সাধক ফকির মুনতাজ শাহ্ এর ভক্ত বৃন্দ ও আশেকান।