স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৬ জন নারী ও ২ জন পুরুষ। এছাড়াও পৃথক অপর অভিযানে ২৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার ভোড় সাড়ে ৫টার দিকে
কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৫২-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আব্দুল করিম খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১২২-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় ইউপির চেয়ারম্যানঘাট নামক স্থান হতে হাবিলদার গোবিন্দ দেবনাথ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন রাত ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মোঃ লাবু মিয়ার আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ ফেরদৌস আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৭ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটক পুরুষ সদস্যরা হলো শান্ত সরকার (২১) ও সুবল হালদার (৬৮)। এরা ঝিনাইদহ ও মাদারীপুর জেলার বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন নারী-পুরুষ আটক, মদ উদ্ধার
