চুয়াডাঙ্গায় দেশ ক্লিনিকে অস্ত্রোপচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অ্যাপেনডিসাইটিস অপারেশন করার সময় পায়ুপথের নাড়ি কেটে ফেলা সেই ‘দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’র সব ধরনের অপারেশন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ক্লিনিকে রোগীদের ফি আদায়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলার স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্লিনিকটি পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসার পর আমি, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘দেশ ক্লিনিক’ পরিদর্শন করেছি। কিছু অসংগতি পাওয়ায় অপারেশন (ওটির) কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশ ক্লিনিকে ভুল অপারেশনে ছেলের মরণাপন্ন অবস্থার অভিযোগ এনে দুই চিকিৎসকসহ চারজনের নামে আদালতে মামলা দায়ের করেন আলমডাঙ্গা রামনগর গ্রামের নজরুল ইসলাম। এতে দেশ ক্লিনিকের পরিচালক হাসিবুল হক শান্ত, ব্যবস্থাপক ইয়াকুব আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান ও সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. এহসানুল হক তন্ময়কে আসামি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *