চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর ১৫ মিনিট পর ছেলের মৃত্যু!মর্মস্পর্শী ঘটনায় বাগানপাড়া এলাকাসহ জেলা জুড়ে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় ঘটেছে এক মর্মস্পর্শী ঘটনা। অসুস্থ হয়ে পড়ে যান মা, তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ছেলে। একসঙ্গে মা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চুয়াডাঙ্গা জুড়ে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত্যুর শিকার মা-ছেলে হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) ও সাইফুল ইসলাম (৪০)।
স্বজনরা জানান, বিকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাত পেলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যুর সংবাদ শোনামাত্র হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মুহূর্তেই হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের ছায়া। পরে মা-ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় বাগানপাড়ার নিজ বাড়িতে। সেখানে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, বৃদ্ধ নারী ভর্তি হবার কিছুক্ষন পর অবনতি হলে চিকিৎসককে জানানো হয়। পরে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন। এরই মধ্যে ওই নারীর জন্য ওষুধ কিনতে তার ছেলেকে ফার্মেসিতে পাঠানো হয়। এরই মাঝে তিনি মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। পরে হাসপাতালের সিড়ি দিয়ে নামার সময় মাথাঘুরে পড়ে যান। পরবর্তীতে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরিক্ষা-নিরিক্ষার পর তাকেও মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, এমন মৃত্যু খুবই কম দেখেছি। আমাদেরও অনেক খারাপ লাগছে। ডিউটি করতে গিয়ে এমন হৃয়দবিদায়ক ঘটনার সাক্ষী হতে হলো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মা ও ছেলে প্রায় একই সময়ে হাসপাতালে মারা যান। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের আবহ নেমে আসে। রাতেই নিহত মা-ছেলের নামাজে জানাযা বাগানপাড়ার পুরাতন গোরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রস্তুতি চলছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *