পদ্মবিলা প্রতিনিধি
এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার সময় চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে। কম্প্যাক্ট ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখা। এডাব জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাবের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন পাসএর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, উষার নির্বাহী পরিচালক আরিফ হোসেন, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু। শেষে জাহিদুল ইসলাম কে সভাপতি, মো: ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক, সাইদুর রহমান লিপু সহসভাপতি, কামরুজ্জামান ও দিলিপ কুমার পোদ্দার কে সদস্য করে এডাবের জেলা কমিটি গঠন করা হয়।