চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনের নিচে লাশ ঘরের পাশে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন অজ্ঞাত এক বৃদ্ধ। ধারনা করা হচ্ছে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত শুক্রবার ভোর ৪ টায় তিনি মারা যান। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়ে লাশটি হস্তান্তর করেন। লাশটি লাশ ঘরে রাখা হয় পরে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তার নাম রহিম বক্স। বাড়ি যশোর চৌগাছায়। প্রথমে লাশের পরিচয় না পাওয়ার কারনে আঞ্জুমান মফিদুল চুয়াডাঙ্গার মাধ্যমে দাফন কার্য সম্পন্ন করার কথা থাকলেও, পরবর্তীতে পরিচয় পাওয়া যাওয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায় ।

সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, খবরটি আমরা পাওয়ার পর লাশ শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় জানতে পারি। পরবর্তীতে তার এলাকার থানার মাধ্যমে পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা লাশ নিতে চুয়াডাঙ্গাতে আসবে বলে জানান, কিন্তুু এখনো অবধি এসে পৌছায়নি। 

রহিম বক্স চুয়াডাঙ্গা হাসাপাতাল চত্বরে কেন ছিলো এমন প্রশ্নে খালেদুর রহমান বলেন,  এখনো অবধি কিছু জানা যায়নি, ওনার পরিবারের লোকজন আসলে সম্পূর্ন তথ্য জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের লোকজন চুয়াডাঙ্গায় পৌছায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *