খন্দকার শাহ আলম মন্টু
আলমডাঙ্গা উপজেলার সৎ, কর্মঠ ও ন্যায়নিষ্ঠ কৃষি কর্মকর্তা রেহানা পারভিনকে হঠাৎ করে বদলির আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্বপালনকালে তিনি কৃষকদের আস্থা অর্জন করেছিলেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে। কৃষকদের দাবি— কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না থেকে মাঠপর্যায়ে কৃষি সেবা পৌঁছে দেওয়ায় তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
কৃষকদের ভাষ্য, এই ধরনের একজন সৎ কর্মকর্তাকে বিনা কারণে বদলি করা অন্যায়। এতে এলাকার কৃষি উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, স্থানীয় কিছু মহলের ষড়যন্ত্র ও স্বার্থান্বেষী চক্রের প্রভাবে তার এ বদলি হয়েছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবং ন্যায়বিচারের স্বার্থে রেহানা পারভিনকে পূর্বের কর্মস্থলে বহাল রাখার জোর আহ্বান জানিয়েছেন।