বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতুদহ ইউনিয়ন শাখার সাধারণ সভা

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরে তিতুদহ ইউনিয়ন শাখা আয়োজিত একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে গিরিশনগর বাজারে বাংলাদেশ জামাতে ইসলামি তিতুদহ ইউনিয়ন শাখা কার্যালয়ে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি সাগর আহমেদ।

তিনি বলেন, ইসলামী উপায়ে দিন প্রতিষ্ঠার জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলা শাখা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ। তিনি বলেন, সত্য ও আদর্শের উপরে চলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চুয়াডাঙ্গা সদর পশ্চিম শাখা সভাপতি নাসিম উদ্দিন বিশ্বাসসহ ইউনিয়ন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির তিতুদহ ইউনিয়ন শাখা সভাপতি সাফায়েত হোসেন।তিনি বলেন,ইসলামী উপায়ে দিন প্রতিষ্ঠা করতে হবে, যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *