স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৯ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ শহর আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সহায়তাকারী দালাল মোঃ রাশেদ মিয়াকে (২০)আটক করে। সে পাশ^বর্তী স্বরুপপুর গ্রামের মোঃ ডালিম মিয়ার ছেলে। পরে বিজিবি ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন (নারী) বাংলাদেশীকে আটক করা হয়। এর আগে বুধবার বিকার সাড়ে ৪টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামে হাবিলদার মোঃ আতোয়ার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২ পুরুষ, ২ নারী ও ২ শিশু রয়েছে। আটককৃত পুরুষ সদস্যরা হলো পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৫৪) ও ছেলে প্রসেনজিৎ রায় (২৬)।