আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা অফিসে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারী ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি হুমায়ন কবির শান্ত। তিনি বলেন, পৃথিবী যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদেরও তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আধুনিক প্রচারের মাধ্যমেই ইসলামী আন্দোলনের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন সেক্রেটারী আব্দুস সালাম, জেহালা ইউনিয়ন সেক্রেটারী তৌহিদুল ইসলাম দুদুল, কালিদাসপুর ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারী বেলাল হোসাইন, কুমারী যুব বিভাগের সেক্রেটারী রাশেদ মামুন, পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারী হাফেজ গোলাম মুক্তাদির, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক আল আমিন হুছাইনসহ প্রচার ও মিডিয়া বিভাগের অন্যান্য দায়িত্বশীলরা।