স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা কোর্ট রোড থেকে সিএ্যান্ডবি পর্যন্ত রোডের দু পাশে গণসংযোগ করেছেন। গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এ গণসংযোগ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর এ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক শফি, পৌর সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর ১ নং ওয়ার্ড সভাপতি কাজী মাহফুজুর রহমান শামীম,২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি সাদিক খান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলামডহ পৌর এলাকর নেতা কর্মীবৃন্দ। গণসংযোগকসলে অ্যাড.মাসুদ পারভেজ রাসেল বলেন,সবার
কাছে দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই। তিনি বলেন আমরা ভোটের অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এলাকায় উন্নয়ন করতে চাই বেকার সমস্যার সমাধান করতে চাই।
তিনি বলেন ২৪’র জুলাই বিপ্লবের পরও এখনো যদি কেউ রাস্তা মেরে খাই, এখনো যদি কেউ মসজিদ মেরে খাই, এখনো যদি কেউ কালভার্ট মেরে খাই, এখন যদি কেউ বৃদ্ধভাতা মেরে খাই, এখনো যদি কেউ সার মেরে খাই, এখনো যদি কেউ হক মেরে খাই, এখনো যদি কেউ চাঁদা তুলে খাই তাহলে এটা ২৪’র গণ-অভ্যুত্থানের সাথে যায় না। তিনি বলেন ২৪’র জুলাই যতদিন থাকবে ততদিন চাঁদাবাজি আর দুর্নীতির ঠাই হবে না।
ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে দাড়িপাল্লায় ভোটের জন্য শহর বাসীর কাছে আবেদন জানান।