স্টাফ রিপোর্টার
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬(ছয়) মাস মেয়াদী আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। গত ৬ আগস্ট ইউনাইটেড পিপলস বাংলাদেশ আহবায়ক আলী আহসান জুনায়েদ স্বাক্ষরিত এক চিঠিতে অনুমোদিত দিয়েছে। এতে স্বপন আলীকে আহবায়ক ও আল ইমরানকে সদস্য সচিব করা হয়।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ ও তাছমিদ আহমেদ তুষার। যুগ্ম সদস্য সচিব সাফিউর রহমান নাঈম, ইকরামুল ইসলাম, তামিম হোসেন ও আব্দুল্লাহ। সদস্যবৃন্দ হলেন, ইমরান হোসাইন, মুহাম্মাদ ইমন, শাহেদ, মজিবুল হক, জায়েদ, জুবায়ের রহমান, আল-মামুন, আল ইমরান, সোহানুর রহমান, অর্ণব আহাম্মেদ, হাবিবুল বাশার, জীবন আহমেদ, আবুল হাসান, হুসাইন কবির, সাকিল মুস্তাফা, সিফাত জুরায়েন, মাহফুজ আহমেদ।