মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি নাগরিককে আটকে দিলো কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক


মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি নাগরিককে আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা ঢাকার একটি ফ্লাইটে করে গেলেও মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) কুয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশির ডকুমেন্টস যথাযথ না থাকায় তাদেরকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীরা সবাই ঢাকা থেকে একটি ভোররাতের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলায় কঠোর যাচাই এড়াতে তারা ভোরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

তবে যথাযথ হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে পর্যটন ভিসার অপব্যবহার করে সেখানে অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানে যুক্ত হওয়ার পরিকল্পনারও সন্দেহ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা আরও জানায়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এই অভিযান পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *