অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৭ জন আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার


অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ বাংলাদেশীকে আটক করা হয়েছে। গতকাল মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিজিবি ভারত হতে বাংলাদেশে আসার সময় ৬ জন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১ জনকে আটক করে। এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
৫৮ বিজিবি জানায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/এমপি হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর গ্রামের পিচমোড় পাঁকা রাস্তা হতে হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ কাসেদ আলীকে (৫০), ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও ১টি ভ্যানসহ আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে
জীবননগর উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রাম হতে হাবিলদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০ বোতল ভারতীয় মদ ও ৩৯৫ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে
শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ২ জন শিশু। একই দিন বেলা ১২ টার দিকে
খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *