স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৭ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তের পৃথক ৩ টি স্থান দিয়ে বিএসএফ সদস্যরা ১৭ জন বাংলা ভাষীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় তারা বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। এদিকে আরো দুটি অভিযানে বিজিবি মদ ও গাঁজা উদ্ধার করেছে।
৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত পিলার-৭৫/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা গ্রামে হাবিলদার মোঃ মনির হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪৪ বোতল মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১ টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২২ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে
বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার জিনারুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৭ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।
বেলা সাড়ে ১২ টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৬ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা যশোর জেলার অধিবাসী।
একই দিন বেলা ১ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৪ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত ধুরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে ।