স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা, পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দপ্তর পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে তিনি চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। সেখানে পৌছুলে পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা শারমিন আক্তারসহ পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক সেখানকার চলমান প্রশাসনিক কার্যক্রম, সেবাপ্রদান প্রক্রিয়া এবং অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা কার্যক্রম এবং থানার সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। সদর থানায় পৌছুলে সদর থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এ সময় পুলিশের একটি দল তাকে সালাম জানান। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর জেলা প্রশাসক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা প্রদানের প্রক্রিয়া, নথি সংরক্ষণ ব্যবস্থা এবং সেবাগ্রহীতাদের জন্য সুবিধা নিশ্চিতকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এছাড়া জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা সদর উপজেলার মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশন এনজিওর অফিস ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি এনজিওর প্রশিক্ষণ কার্যক্রম, গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
দিনব্যাপী পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।