দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে চায়ের দোকান উদ্বোধনকালে জেলা আমীর অ্যাড. রুহুল আমিন

স্টাফ রিপোর্টার


দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে মার্কেটে জামায়াতের নিজস্ব অর্থায়নে একটি চায়ের দোকান উদ্বোধন কালে চুয়াডাঙ্গা -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য জেলা আমীর অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার বিকালে দর্শনা দক্ষিণ চাঁদপুরের এক অসহায় মানুষের মাঝে একটি দোকানের চলার মত সামগ্রী কিনে উপহার দেন মানবতার ফেরিওয়ালা জামায়াতে আমীর রুহুল আমিন।
এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-এই চিরন্তন মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুধু আর্থিক সহায়তা নয়, মনোবল জোগানো, সমস্যা শোনা এবং বাস্তবিক সমাধানের চেষ্টা করাই আমাদের মূল দর্শন। এ ধরনের মানবিক উদ্যোগ শুধু মুহূর্তের সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের চর্চাকে নতুন করে জাগিয়ে তোলে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাজলেসুর মুফাসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি অধয়াপক খলিলুর রহমান দর্শনা সাংগঠনিক থানার আমীর মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারী সাখাওয়াত হোসেন প্রমুখ।
দর্শনা দক্ষিণ চাঁদপুর রেল স্টেশনে পাশে মৃত জাহিদুল ইসলামের ছেলে মানিককে চায়ের দোকানে দোকান সামগ্রী ক্রয় করে দেন বাংলাদেশ জামায়তে ইসলামী চুয়াডাঙ্গা ২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন। এরপর দর্শনা আকন্দবাড়ীয়া, শিংনগর, মানিক পুর, রাজাপুর, মাধবখালী, ছটাঙ্গা,ধোপাখালী গণসংযোগ করেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *