বিএনপি নেতা লে. কর্ণেল কামরুজ্জামানের মাতা মাতলুবা খাতুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য লে. কর্ণেল (অব.) সৈয়দ কামরুজ্জামানের মাতা মাতলুবা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মাতলুবা খাতুন গতকাল বুধবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা সিএম এইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএম এইচ এ ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস ১ দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এই মহীয়সী নারী। মৃত্যুকালে তিনি বড় ছেলে লে. কর্ণেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, ছোট ছেলে সৈয়দ আসাদুজ্জামান, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
দানবীর মাতলুবা খাতুনের মৃত্যুর সংবাদে পাড়া প্রতিবেশীসহ আত্নীয় স্বজনরা তার চুয়াডাঙ্গা শহরের ইমারজেন্সি সড়কের বাড়িতে ভীড় জমায়।
গত রাত ৯টার দিকে মরহুমার লাশ ঢাকা থেকে চুয়াডাঙ্গা নিয়ে আসা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা এ্যাড ওয়াহেদুজ্জামান বুলা । তারা এক শোক বার্তায় মরহুমার রুহের আত্নার মাগফিরাত কামনা করেন ও শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল বাদ এশা জান্নাতুল মওলা কবরস্থান মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন কার্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *