স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৩ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠালো। গত মঙ্গলবার দুপুরের দিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে পাঠানো হয়। পরে ওই ৩ জন বাংলাদেশীকে বিজিবি আটক করে। এছাড়াও বিজিবি সীমান্ত পৃথক আরো ৪ টি অভিযান চালিয়ে মদ, ফেনসিডিল ও ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার ভোর রাত ৪টার দিকে জীবননগর উপজেলা বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৬-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামে হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামে নায়েক মোঃ মাহাবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৪৯-আর হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের কুদ্দুস পার্ক নামক স্থান হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে
জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৭০/এমপি হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের কবর স্থানের নিকট হতে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার বেলা ২ টার দিকে বাঘাডাংগা বিওপির এলাকার সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৩ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।