স্টাফ রিপোর্টার
দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬-বিজিবির) সহকারী পরিচালক হায়দার আলী গতকাল বিকাল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞতিতে জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের গেদে বিএসএফ ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার পর্যায়ের মাধমে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬ এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আটক হওয়া ২২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত। চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
এদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী রয়েছে। তারা হলেন সুমাইয়া খাতুন(১৯) নোয়াখালী, মিম খাতুন(১৫) বরিশাল, আইরিন খাতুন(১৭) নোয়াখালি, উম্মেহানি সাবু(১৮) নোয়াখালি, মিম খাতুন(২০) গাজীপুর, শাহিদা আকতার(২৪) খুলনা, আফরিন বিবি(৩০) খুলনা, আবেদা খাতুন(২০) বরিশাল, শিউলি (৩৩)নরসিংদী, রওশনারা খাতুন(২৩) চুয়াডাঙ্গা, মুন্নি খাতুন (২৪) পিরোজপুর, রোমান হক (২৪) চট্টগ্রাম, রাশেদ আলি(২৩) শরীয়তপুর, আলাউদ্দিন (২২) বাগেরহাট, আরিফ(৩১) খুলনা, হাবিব রহমান(৩৪) নড়াইল, তারেক (৩০) খুলনা, রোমান আজিজ(৩৫) নড়াইল, কৃষ্ণচন্দ্র রায়(২৬) ঢাকা, সালাউদ্দিন (৫০) ঢাকা, সাথী পারভিন (৩৪) নওগা, আরমান হোসেন (২৩) ঠাকুরগাঁও।
এসব বাংলাদেশি ভারতের হায়দারাবাদ এলাকার বিভিন্ন জায়গায় কাজ করতেন। ১১ আগস্ট আটক করে বিএসএফ ক্যাম্পে রাখা হয়। এর পরে তাদেরকে পতাকা বৈঠরকর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, বিজিবি ২২ জনকে থানায় হস্তান্ত করেছে।