ঝিনাইদহ অফিস
বাংলাদেশ জামাত ইসলামের ঝিনাইদহ জেলা শাখার ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর বুধবার বিকাল ৫ টায় ১০ নং হরিসংকরপুর ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পালপাড়া বাজারে বির্বাচনি প্রচারণা-সহ জনসভা করেন।
এসময় জেলা আমির আলী আজম মোঃ আবু বকর বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এবারের নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে। বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আল্লাহর আইন বাস্তবায়ন হলে দেশে শান্তি আসবে। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি। তিনি বলেন প্রতিটা মানুষের দারে দারে ঘরে ঘরে বার বার যেতে হবে ইসলামের দীন প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটি মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে।
স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক দলের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহুর্তের জন্য থেমে থাকেনি,থেমে যায়নি। বিগত সরকার দুঃশাসন আর দুর্নীতি ছাড়া জাতীকে কিছুই দিতে পারে নাই।
সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা, সমাবেশে তারা বলেন বিগত সরকারের আমলে আমাদে পাচ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আরো ছয় জন কেন্দ্রীয় নেতাকে জেলে ধুকিয়ে ধুকিয়ে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
আমরা আল্লাহর হুকুম পালনের কথা বললে আমাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। নির্বাচন হয়েছে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই তাদের উদ্দেশ্য ছিলো এ দেশকে শোষণ করা। আমরা অনেক রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা পেয়েছি এই মুহুর্তেও নির্বাচন নিয়ে একটা তাল বাহানা চালানো হচ্ছে।
নেতারা বলেন বাংলাদেশ জামায়াত ইসলাম পরীক্ষিত, দুই জন মন্ত্রী ছিলো তাদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি, অতএব আপনারা যদি দেশের ভালো চান তাহলে ভালো মানুষদেরকে নির্বাচিত করুন। দেশের প্রধান সমস্যা দুর্নীতি, আর এই দুর্নীতি বন্ধ করতে সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে, তবেই দেশ ও দেশের মানুষ নিজ নিজ গণতন্ত্রের অধিকার ফিরে পাবে