চুয়াডাঙ্গায় আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কুতুবপুর ও মাখালডাঙ্গা ইউনিয়নের জয়লাভ

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে কুতুবপুর ও মাখালডাঙ্গা ইউনিয়ন জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, কুতুবপুর ইউনিয়নের প্রশাসক যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, আলোকদিয়া ইউনিয়নের প্রশাসক সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল আরিফ, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, তরিকুল ইসলাম তরু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, বাবু মুন্সি, সাকিব বিশ্বাস, ফাইম উদ্দিন মুভিন,পুলিশের এসআই আব্দুর রহিম, মাখালডাঙ্গা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক জিয়া ও প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন।
উদ্বোধনী ম্যাচে কুতুবপুর ও আলুকদিয়া ইউনিয়ন মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কুতুবপুর ইউনিয়ন ১-০ গোলে আলুকদিয়া ইউনিয়নকে পরাজিত করে শুভ সূচনা করে। কুতুবপুর ইউনিয়নের পক্ষে ৯ নম্বর জার্সিধারী পলাশ একমাত্র জয়সূচক গোলে করে ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার জিতে নেন।
দিনের অপার খেলায় দারুন খেলে মাখালডাঙ্গা ইউনিয়ন ৫-০ গোলে তিতুদহ ইউনিয়নকে পরাজিত করে।মাখালডাঙ্গা ইউনিয়নের পক্ষে হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করেন ২২ নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়। অপর গোলটি করেন দলনায়ক ইব্রাহিম। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে মাখালডাঙ্গা ইউনিয়নের হৃদয়। হ্যাটট্রিক সহ ৫-০ গোলে জয় লাভ করায় মাখালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। মাখালডাঙ্গা ইউনিয়ন দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন উদ্যোক্তা তিতাস আহমেদ।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন ও তরিকুল ইসলাম তরুণ। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান হাফিজ, রফিকুন নবী রিয়ান, রেজাউল হক রিজু, লীটা হোসেন ও পারভেজ আহমেদ।
আজ একই মাঠে টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে পদ্মবিলা ও শঙ্করচন্দ্র ইউনিয়ন এবং বিকেল সাড়ে ৪টায় দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বেগমপুর ও গড়াইটুপি ইউনিয়ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *