পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার


মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৩ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো। গতকাল মঙ্গলবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৮ বিজিবি জানায়, গতকাল বেলা ৩ টার দিকে ভারতের
১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার পলিয়ানপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন। অবৈধভাবে ভারতে বসবাসরত ৩ জন বাংলাদেশী নাগরিক ভারতে বিএসএফ এর হাতে আটক রয়েছে । বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে।

পরে বিজিবি উক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে গতকার বিকাল ৫ টার দিকে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ৩ জনকে গ্রহন করা হয়। এর মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *